Tuesday, November 29, 2016

অজুর সুন্নত সমুহ !


এক নজরে দেখে নিন , অজুর সুন্নত সমুহ ! 

।  বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে অজু শুরু করা
।  কবজি সহ উভয় হাত তিন বার ধোয়া
৩। কুলি করা
।  নাকে পানি দেওয়া
।  মেসওয়াক করা
। সমস্ত- মাথা একবার মসেহ করা। 
।  প্রত্যেক অঙ্গ তিন বার করে ধোয়া
। কান মসেহ করা
।  হাতের আঙ্গুল সমুহ খেলাল করা
১০।  পায়ের আঙ্গূল সমুহ খেলাল করা
১১। ডান দিক থেকে অজু শুরু করা
১২কোরআনে বর্নিত ধারাবাহিকতা রক্ষা করা
১৩।  গর্দান মসেহ করা
১৪। অজু শুরুতে মেসওয়াক করা
১৫। দুই কান মসেহ করা
১৬। এক অঙ্গের পানি শুকানোর পুর্বেই অন্য অঙ্গ ধৌত করা


বি:দ্র: পুরুষের ঘন দাড়ি থাকলে মুখমন্ডল ধোয়ার পর ভিজা হাতে তিন বারদাড়ি খিলাল করতে হবে

অজুর মাকরূহ সমুহ।

জেনে নিন,  কি কি কারণে অজু মাকরূহ হবে?? 

. অযুর সুন্নত সমুহের যে কোন সুন্নত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে অযু মাকরূহ হবে
. প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যয় করা
. মুখমন্ডল ধৌত করার সময় সজোরে মুখে পানি নিক্ষেপ করা
. বিনা ওজরে বাম হাত দ্বারা কুলি করা  নাকে পানি দেওয়ার এবং ডান হাতেনাক পরিস্কার করা
. অপবিত্র স্থানে অযু করা
,. মসজিদের মধ্যে অযু করা,তবে কোন পাত্রের মধ্যে অযু করা জায়েয
. কফ্কাশী বা নাকের ময়লা অযুর পানির মধ্যে নিক্ষেপ করা

. বিনা কারনে অন্যের সাহায্য নেওয়া

যে সব কারনে ওযু নষ্ট হয় !

জেনে নিন , যে সব কারনে ওযু নষ্ট হয় ! 
. প্রসাব বা পায়খানা করলে
. পায়খানার রাস্তা দিয়ে বায়ু বা অন্য কিছূ নির্গত হলে
. শরীরের কোন অংশ থেকে রক্ত বা পুজ বের হয়ে গড়িয়ে পড়লে
. নিদ্রাভিভুত হলে অর্থাৎ কাত হয়ে বা হেলান দিয়ে কিংবা এমন কিছুতে ঠেসদিয়ে যে,তা সরিয়ে নিলে সে পড়ে যাবে
. মুখ ভরে বমি করলে
. নামাযের মধ্যে শব্দ করে হাসলে
. পাগল বা মাতাল হলে
. কারো নাক দিয়ে কোন কিছু ঢুকে মুখ দিয়ে বের হলে
. যদি মুখ দিয়ে থুথুর সাথে রক্ত বের হয় এবং থুথুর চেয়ে রক্তের পরিমান বেশীবা সমান হয় তাহলে ওযু ভেঙ্গে যাবে
১০. স্ত্রীকে কাম ভাব সহকারে স্পর্শ করলে ওযু ভঙ্গ হয়ে যাবে

১১. লজ্জা স্থানে বিনা আবরনে হাত পড়লে ওযু ভঙ্গ হয়ে যাবে