Saturday, August 6, 2016

জেনে নিন কয়েকটি কবীরা গুনাহ-সম্পর্কে ।

কয়েকটি কবীরা গুনাহঃ 

  • আল্লাহর সাথে শিরক করা
  • পিতা-মাতার নাফরমানী করা। অর্থাৎ- তাদের হক আদায় না করা
  • যে সব আত্মীয়দের সাথে রক্তের সম্পর্ক রয়েছে তাদের সাথে অসদ্ব্যবহার করা ও তাদের হক নষ্ট করা
  • যেনা বা ব্যবিচার করা
  • বালকদের সাথে কুকর্ম করা
  • হস্ত মৈথুন করা
  • প্রাণীর সাথে কুকর্ম করা
  • আমানতের খেয়ানত করা
  • মানুষ খুন করা
  • মিথ্যা অপবাদ দেয়া
  • মিথ্যা সাক্ষ্য দেয়া
  • সাক্ষ্য গোপন করা যখন অন্য কেউ সাক্ষ্য দেয়ার না থাকে
  • যাদু দ্বারা কারও ক্ষতি সাধনের চেষ্টা করা ইত্যাদি।

No comments: