Saturday, August 6, 2016

সগিরা গুনাহ কী ?

সগীরা গুনাহঃ 

গুনাহকে দু’ভাগে ভাগে বিভক্ত। কবীরা গুনাহ ও সগীরা গুনাহ। কবীরা গুনাহের ব্যাখ্যা ক্ষেত্রে একাধিক মত রয়েছে। তন্মোধ্যে একটি হল, যে সব গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না; তা কবীরা  গুনাহ আর যা তাওবা ছাড়া যে কোন নেক আমলে মাফ হয় তা সগীরা গুনাহ। আবার কেউ বলে, যে গুনাহের ক্ষেত্রে পবিত্র কুরআনুল কারীমে শক্ত ধমক দেওয়া হয়েছে বা তাতে লিপ্ত ব্যক্তির জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে তা কবীরা গুনাহ আর যাতে বলা হয়নি তা সগীরা গুনাহ।
মনে রাখতে হবে, সগীরা গুনাহে বারংবার লিপ্ত হলে তা কবীরা গুনাহে রূপ ন্যায়। তাই যথা সম্ভব সগীরা গুনাহ থেকেই বেচেঁ থাকতে হবে।
মনে রাখতে হবে, একটি গুনাহকে তার চেয়ে বড় গুনাহের তুলনায় ছোট বলা যায়। আবার তার চেয়ে ছোট গুনাহের তুলনায় তাকে বড় গুনাহও বলা যায়। আবার এক হিসেবে কোন গুনাহই ছোট নয়, কেননা সেটাওতো আল্লাহরই নাফরমানী। তাই সকল নাফরমানী থেকেই মুমিন বান্দাহকে বিরত থাকতে হবে। 

কয়েকটি সগীরা গুনাহঃ 

  • কোন মানুষ বা প্রাণীকে লা’নত দেয়া
  • না জেনে কোন পক্ষে ঝসড়া করা কিংবা জানার পর অন্যায় পক্ষে ঝসড়া করা
  • ফাসেক লোকদের সাথে উঠাবসা করা
  • মাকরূহ ওয়াক্তে নামায পড়া
  • উলঙ্গ হয়ে গোসল করা
  • মাহ্রাম পুরুষ ব্যতিত নারীর জন্য সফর করা
  • গোসল খানায় কিংবা পানির ঘাটে পেশাব করা
  • স্ত্রীকে একের অধিক তালাক দেয়া
  • স্ত্রীর মাসিক চলাকালে তালাক দেয়া
  • অহেতুক কাজে বা কথায় সময় নষ্ট করা ইত্যাদি।

No comments: