Saturday, August 6, 2016

যাদের দোয়া সরাসরি কবুল হয় !!

যাদের দোয়া সরাসরি কবুল হয় !!



দোয়া শব্দের অর্থ ডাকা, মিনতি করা। মুনিবের সঙ্গে সম্পর্কের ওপর যেমন একজন চাকরের প্রাপ্তি নির্ভর করে তেমনি একজন মানুষের জীবনের সাফল্য নির্ভর করে স্রষ্টার সঙ্গে সম্পর্কের ওপর। আর আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপিত হয় তাকে ডাকার দ্বারা। বেশি বেশি দোয়া করলে আল্লাহ খুশি হন। আল্লাহ তায়ালা কোরআনে কারিমে বলেছেন, ‘আমায় ডাক; আমি উত্তর দেব (তোমাদের প্রার্থনার)।’ এই আয়াতের আলোকে মুসলমানেরা সব ধরনের প্রয়োজনে আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন। কিন্তু ক্ষেত্র বিশেষ এমন কিছু লোক রয়েছে, যারা দোয়া করলে, সে দোয়া বিদ্যুৎ বেগে আল্লাহর দরবারে পৌছে যায়। আর আল্লাহ তাআলাও সে দোয়া কবুল করেন। যা তুলে ধরা হলো-
১.বিপদগ্রস্ত ও অসুস্থ ব্যক্তির দোয়া।
২.অত্যাচারিত (মাজলুম) ব্যক্তির দোয়া।
৩.সন্তানের জন্য বাবা-মায়ের দোয়া।
৪.যে সন্তান একনিষ্ঠ মনে বাবা-মায়ের খেদমত করে, সে সন্তানের দোয়া।
৫.ন্যায়পরায়ণ শাসকের দোয়া।
৬. মুসাফিরের দোয়া। ৭.রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে।
৮.এক মুসলমানের জন্য অন্য মুসলমানের অনুপস্থিতিতে দোয়া
৯. হাজিগণ হজ শেষে বাড়ি ফেরার পথে যে দোয়া করে।
১০.আল্লাহর খাঁটি বান্দাদের দোয়া। সর্বোপরি বান্দার সকল দোয়াই আল্লাহ কবুল করবেন, যদি বান্দা শিরকমুক্ত থেকে একনিষ্ঠ মনে কায়মনোবাক্যে কাকুতি মিনতির সহিত আল্লাহর দরবারে দোয়া করে।

No comments: