Saturday, August 6, 2016

নামায সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল !!

নামায সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল !!



আস্‌সালামু আলাইকুম ওয়া রাহ্‌মাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহ ।
সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহ তা‘আলার জন্য, যিনি পরিপূর্ণ দ্বীন হিসাবে আমাদেরকে ইসলাম দান করেছেন, যে দ্বীনে মানুষের পক্ষ থেকে কোন সংযোজন বা বিয়োজনের প্রয়োজন হয় না ৷ সালাত ও সালাম তাঁরই রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ৷ দ্বীন হিসাবে যা কিছু এসেছে তিনি (সাঃ) তা উম্মতের কাছে পৌছে দিয়েছেন ও নিজের জীবনে বাস্তবায়ন করে গেছেন ৷ তার সাহাবায়ে কিরামের প্রতি আল্লাহর রাহমাত বর্ষিত হোক ৷

ইসলামের পাঁচ রোকনের মধ্যে দ্বিতীয় রোকন হচ্ছে নামায । এবাদত বন্দেগীর মধ্যে নামাযই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ।
এবাদত করার জন্য আমি (আল্লাহ) মানব ও জ্বীন জাতি সৃষ্টি করেছি (আয্ যারিয়াত, আয়াত ৫৬); নামায সম্পর্কে আল্লাহর ঘোষনা-
নামায কায়েম করুন । নিশ্চয়ই নামায অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে (আনকাবুত, আয়াত ৪৫);
হাদিস- রোজ কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে সবার আগে যে প্রশ্নটা আল্লাহ তায়ালা করবেন সেটা হবে নামায (আবু দাউদ ১ম খন্ড বুক অফ সালাহ ৩০০ অধ্যায় হাদিস নং ৮৬৩);
আমাদের নামাযকেই সঠিক পদ্ধতিতে কোরআন ও হাদিসের আলোকে নির্ভূল ভাবে আদায় করার চেষ্টা করতে হবে ।
নামায সম্পর্কে কোরআনের কোন সুরায় কোন আয়াতে কি আছে এবং সঠিক পদ্ধতি হাদিসের কোন গ্রন্থে, কোন খন্ডে, কোন অধ্যায়, কোন পৃষ্টায় বা কত নম্বর হাদিসে আছে তা অনেক মুসলমানদের জানা নেই ।
অতএব দূর্ভোগ সে সব নামাযীর, যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর । যারা তা লোক দেখানোর জন্য করে (আল মাউন, আয়াত ৪, ৫, ৬);
এবং যারা তাদের নামাযে যত্নবান, তারাই জান্নাতে সম্মানিত হবেন (মা’আরিজঃ আয়াত ৩৪, ৩৫);
প্রকৃত পক্ষে সঠিক দলিল ভিত্তিক নামায শিক্ষার কোন বই বাজারে নেই বললেই চলে । আমি আমার সামান্য চেষ্টার মাধ্যমে কোরআনের আয়াত ও হাদিসগুলোর আংশিক বা মুল কথাগুলো তুলে ধরলাম এবং বিস্তারিত দেখার জন্য পূর্ণাঙ্গ দলিল পেশ করলাম ।
এগুলো যাচাই করে সহিহ শুদ্ধ হলে মানতে পারেন এবং সঠিক না হলে কারো মুখের কথা না শুনে কোরআন ও হাদিসের পূর্ণাঙ্গ দলিল নিবেন ।
কয়েকজন জ্ঞানীর শরনাপন্ন হবেন এবং যে দলিল সংখ্যায় বেশী মিলবে তা মুল গ্রন্থের (কোরআন ও হাদিস) সাথে মিলিয়ে নিতে পারেন ।
যারা কোরআন হাদিসের প্রমান না দিয়ে বিভিন্ন লেখকের বই দেখাবেন তাদেরকে বলি- কোরআনের ঘোষনাঃ
আজ আমি (আল্লাহ) তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম । তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে পছন্দ করলাম (মায়েদা, আয়াত ৩);
তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিওনা এবং জানা সত্বে সত্যকে তোমরা গোপন কর না (বাক্বারাহ, আয়াত ৪২);
নিশ্চয়ই যারা আল্লাহ ও তাঁর রাসুলের সাথে বিরোধীতা করে তারা লাঞ্ছিত হবে (মুজাদালা আয়াত ২০);
যারা রাসুলের নির্দেশের বিরুদ্ধাচরণ করে তাদের সতর্ক থাকা উচিত যে তারা যে কোন বিপদের সম্মুখীণ হবে অথবা যন্ত্রনা দায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে (নূর আয়াত ৬৩);
হে মুমিন গণ! তোমরা ধৈর্য্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর । নিশ্চিতই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে রয়েছেন (বাক্বারাহ, আয়াত ১৫৩);
মুমিন গণ সফলকাম হয়ে গেছে, যারা নিজেদের নামাযে বিনয় ও নম্র (মু’মিনুন, আয়াত ১, ২);
এমন লোকেরা যাদেরকে ব্যবসা-বানিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামায পড়া থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না । তারা ভয় করে সেই দিনকে, যে দিন অন্তর ও দৃষ্টি সমূহ উল্টে যাবে (আন্ নূরঃ আয়াত-৩৭);
দুনিয়ায় কাদের সাথে আমাদের সম্পর্ক ও বন্ধুত্ব করতে হবে আল্লাহ বলেন-
তোমাদের বন্ধুতো আল্লাহ তাঁর রাসুল এবং মুমিন বৃন্দ যারা নামায কায়েম করে, যাকাত দেয় এবং বিনম্র (মায়েদা, আয়াত ৫৫)

No comments: